জাবির হলে আসন চেয়ে মানববন্ধনে ছাত্রীরা

জাবির হলে আসন চেয়ে মানববন্ধনে ছাত্রীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে হলটির দ্বিতীয় বর্ষের (৪৭তম আবর্তন) ছাত্রীরা। পরে হল প্রাধ্যক্ষ আগামী এক মাসের মধ্যে আবাসন সমস্যা সমাধানের লিখিত প্রতিশ্রুতি দিলে কর্মসূচি প্রত্যাহার করে তারা।  

মঙ্গলবার (০৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্রীরা জানান, ৪৭তম আবর্তনের ১১৩জনকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সংযুক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে ৮৭জনকে হলের কমনরুমে থাকার ব্যবস্থা করা হয়। দীর্ঘ সতেরো মাস ধরে তারা কমনরুমে অবস্থান করছেন। ছাত্রীরা একাধিকবার লিখিত ও মৌখিকভাবে আসন সমস্যা সমাধানের দাবি জানালেও তা পূরণ হয়নি।

মানববন্ধনের এক পর্যায়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মুজিবুর রহমান ছাত্রীদের সঙ্গে হলে আলোচনার আহ্বান জানান। ছাত্রীরা তা প্রত্যাখান করে লিখিত প্রতিশ্রুতির দাবি জানায়। ছাত্রীদের অব্যাহত দাবির মুখে হল প্রাধ্যক্ষ এক মাসের মধ্যে আবাসন সমস্যার সমাধান করবেন বলে লিখিত প্রতিশ্রুতি দেন। পরে ছাত্রীরা মানববন্ধন কর্মসূচি বাতিল করেন।