শাবিতে দুই দিনব্যাপী জব ফেস্ট শুরু ২৫ জুলাই

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ কর্তৃক তৃতীয়বারের মতো আয়োজিত ‘সাস্টসিসি জব ফেস্ট’ আগামী ২৫ ও ২৬ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত  হবে। 

IMG_20190723_133131

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে শাবি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার উদ্দিন আহমেদ।

শাহরিয়ার উদ্দিন আহমেদ জানান, আগামী ২৫ জুলাই সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেট বল  গ্রাউন্ডে এ জব ফেস্টের উদ্বোধন করবেন উপাচার্য  অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ । 

তিনি আরও জানান,  এবারের জব ফেস্টে দেশের স্বনামধন্য ২৫টি প্রতিষ্ঠান প্রায় ১৬৫টিরও বেশি চাকরির সুযোগ থাকবে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্র্যাক, নিটোল নিলয় গ্রুপ, রেনেটা, প্রাণ আরএফএল, ভিভো, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আরলা ফুডস, ওয়ালটন ও আফতাব বহুমুখী ফার্মসসহ বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি। 

আয়োজনের প্রথম দিন প্রার্থীদের কাছ থেকে সিভি বা বায়োডাটা সংগ্রহ করা হবে।  দ্বিতীয় দিন (২৬ই জুলাই) সিভি থেকে বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে । এ জব ফেস্টে সিলেটের সকল সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোনও বিভাগ হতে স্নাতক সম্পন্নকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাস্টসিসির সাধারণ সম্পাদক নাঈম ইমরান দুর্জয়, যুগ্ম সাধারণ সম্পাদক সুবীর কর্মকার, সহ-সভাপতি আবু সাঈদ বাপ্পী ও নয়ন ভাওয়ালসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।