আবাসিক হলের সংস্কারের দাবিতে চবি শিক্ষার্থীদের আন্দোলন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের পানি সমস্যা, হল সংস্কার ও বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে হলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আবাসিক শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বৃহস্পতিবার (২৫ জুলাই) সাড়ে ১০টার দিকে সকালে শাহ আমানত হলে এ ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হলটি পুরোনো হয়ে গেছে। সামান্য বৃষ্টিতে ছাদ দিয়ে পানি পড়ে বিভিন্ন স্থানে। এসব সমস্যা ছাড়াও হলে পানি পাওয়া যায় না।

মূল ফটকে তালা দেওয়ার বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পানির সাময়িক সমস্যা হয়েছিল তাই লাইনে পানি ছিল না। দ্রুত পানি সমস্যার সমাধানের চেস্টা চলছে। তাছাড়া অন্য সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে সমস্যা সমাধান আশ্বাস দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে শাহ আমানত হলের প্রভোস্ট  অধ্যাপক ড. গোলাম কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের বেশ কিছু দাবি ছিল। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নোট দিয়েছিলাম। আশাকরি খুব দ্রুত সময়ে সমস্যার সমাধান করা হবে।’