ইউল্যাবে স্পিরিট অ্যানিমেল বিষয়ক বৈঠক

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস  বাংলাদেশ (ইউল্যাব)-এ স্পিরিট অ্যানিমাল বিষয়ক বৈঠক আয়োজিত হয়েছে আজ ২০ আগস্ট। ইউল্যাবের ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউমিনিটিজ (ডিইএইচ) এ আয়োজন করে। বৈঠকে দেশের খ্যাতনামা ইংরেজির অধ্যাপকগণ এককভাবে তাদের ব্যক্তিগত আত্মিক প্রাণীর বৈশিষ্ট্য তুলে ধরে এক প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

IMG_0658
ইউল্যাবের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক কায়সার হক, অধ্যাপক ফকরুল আলম, অধ্যাপক গোলাম সরোয়ার চৌধুরী, অধ্যাপক আজফার হুসাইন,  উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, অধ্যাপক শায়লা সুলতানা এবং ড. সোহানা মনজুর স্পিরিট অ্যানিমেল সম্পর্কে কথা বলেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক  পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচএম জহিরুল হক গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন।
হাঁস, ভালুক, ট্রিকস্টারস (ধূর্ত প্রানী), কুকুর, বিড়াল, তিমি, সাপ এবং বাদুড় নিয়ে নিজস্ব ব্যাখ্যা এবং অভিজ্ঞতা উপস্থাপন করেন অধ্যাপকরা।