জাবিতে অতিরিক্ত ভর্তি আবেদন ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাবিতে অতিরিক্ত ভর্তি আবেদন ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অতিরিক্ত আবেদন ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখা।

বুধবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, ‘আবেদন ফি বাড়ানোর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত ভর্তিচ্ছুদের পরিবার সংকটে পড়ে।’

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মতে ভর্তি পরীক্ষার ফরম বিক্রির ৪০ শতাংশ অর্থ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তহবিলে রাখতে বলা হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বৃত্ত ৯ কোটি টাকা নিজেরাই ভাগবাটোয়ারা করে নেয়।’

কর্মসূচিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সংহতি প্রকাশ করে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বি, সি, ডি এবং ই ইউনিটের আবেদন ফি ৫০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সি১, এফ, জি, এইচ এবং আই ইউনিটের ফি’ও ৫০ টাকা বাড়িয়ে ৪০০ টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।