হাবিপ্রবিতে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

hstumunaহাজী  মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) 'হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা' (এইচএসটিইউ মডেল ইউনাইটেড নেশন) এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। আগামী ২৯ আগস্ট শুরু হয়ে সম্মেলনটি চলবে ৩১ তারিখ পর্যন্ত।

তিন দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করবে দেশ এবং দেশের বাহিরের প্রায় ২৩ টি বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থী প্রতিনিধি। এছাড়াও  অংশগ্রহণ করছে স্কুল এবং কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিরা।

সম্মেলনটির মূল সমন্বয়কারী ও হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন,  আমরা আশা করছি সকলের সহযোগিতায় আমাদের এই আয়োজনটি সফল হবে।

উল্লেখ্য, ছয়টি কমিটির আওতায় আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ কনফারেন্সের এই মহা আয়োজনকে ঘিরে থাকছে পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট প্রদান, বিভিন্ন ডেলিগেট এ্যাওয়ার্ড প্রদান, কালচারাল সিরিমনি, গ্লোবাল ভিলেজ, গ্রান্ড ডিনার, সারপ্রাইজিং ইভেন্টসহ আরও নানা চমক।