ইবিতে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মঞ্চস্থ

শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও কর্মজীবন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মঞ্চনাটক ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মঞ্চস্থ হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুর দেড়টায় ক্যাম্পাসের বাংলা মঞ্চে নাটকটি মঞ্চায়নের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

IU Theater Pic 2

বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) পরিবেশনায় নাটকটিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মজীবনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা হয়। এ সময় বঙ্গবন্ধুর সর্বাত্মক আন্দোলনের ডাক, মহান মুক্তিযুদ্ধের ঘোষণা, স্বদেশ প্রত্যাবর্তনসহ মুক্তিযুদ্ধের সময় চলা নির্যাতনের বিভিন্ন চিত্র প্রদর্শিত হয়।

কৌশিক আহমেদের রচনা ও নির্দেশনায় নাটকটিতে বঙ্গবন্ধু চরিত্রে ছিলেন অনি আতিকুর রহমান, ইয়াহিয়া চরিত্রে নুরুজ্জামান সাগর, কথক চরিত্রে কৌশিক ও মোনালিসা, ঘোষক চরিত্রে নিশাত ঊর্মি, কোরাস চরিত্রে ইমরান, নাহিদ, ফহিম, শিমু, ইশতিয়াক প্রমুখ। 

বিশ্ববিদ্যালয় থিয়েটারের কার্যনির্বাহী সদস্য রুমি নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, বিথির সাধারণ সম্পাদক আশিকুর রহমান বনি, সহ-সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তর, সহ-প্রচার সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।