মাভাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ নভেম্বর

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম কোর্সের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ ওও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) মো. মাকসুদুর রহমান কর্তৃক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ নভেম্বর এ এবং বি ইউনিট ও ২৩ নভেম্বর সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন ফি মোবাইল ব্যাংকিং রকেট, বিকাশ অথবা শিওরক্যাশ এর মাধ্যমে প্রদান করতে হবে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.mbstu.ac.bd) এ পাওয়া যাবে।