হাবিপ্রবি ছাত্র পরামর্শ কেন্দ্রের পরিচালকের আকস্মিক অব্যাহতি প্রার্থনা

70778644_2309265172532893_8723339604813414400_nব্যক্তিগত কারণ দেখিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) ছাত্র পরামর্শ এবং নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ রাজিব হাসান অব্যাহতি প্রার্থনা করেছেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর উনি অব্যাহতি পত্র জমা দেন। এ ব্যাপারে অর্থনীতি বিভাগের অধ্যাপক রাজিব হাসানের সাথে যোগাযোগ করা হলে উনি জানান, একান্তই ব্যক্তিগত এবং পারিবারিক কারণে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করেছি। ছাত্র পরামর্শ কেন্দ্রের অতিরিক্তি দায়িত্বের ফলে পাঠদান ও গবেষণায় সময় দিতে পারছি না। একইসঙ্গে এই বাড়তি দায়িত্বের কারণে পরিবারকেও সময় দেওয়া সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ ফজলুল হক রাজিব হাসানের অব্যাহতিপত্র পাবার বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও জানান তিনি।  

এদিকে অধ্যাপক রাজিব হাসানের এই আকস্মিক পদত্যাগপত্র জমাদানের বিষয়টি নিয়ে বিস্মিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ইতোমধ্যে তাকে পদত্যাগপত্র প্রত্যাহারের দাবি জানিয়েছে।