আবরার হত্যাকাণ্ডে কুবি ছাত্রলীগের শোক মিছিল

FB_IMG_1570702329031বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় শোক মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই শোক র‍্যালি আয়োজন করা হয়।

শোক র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এই শোক মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন হলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

শোক মিছিল শেষে আবরার স্মরণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত ছাত্রলীগ নেতারা। যেখানে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘আবরারের হত্যাকারীর বিচার অবশ্যই করতে হবে। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড ছাত্রলীগ সমর্থন করেনা। এই হত্যাকাণ্ডকে ঘিরে বিভিন্ন মহল উস্কানি দেবে। এই উস্কানির ফাঁদে পা না দিয়ে সুষ্ঠু রাজনীতির চর্চা করতে হবে সবাইকে।’