শিক্ষার্থীদের আন্দোলনের পরও প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

গতকাল সোমবার (১৪ অক্টোবর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। সকাল ১১টায় প্রকল্পের উদ্বোধন করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাকবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের ছাড়াই শিক্ষক, কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

Wahid JKKNIU_Vitti prostor sthapon_15102019 (1)
আয়োজন শেষে দ্রুত স্থান ত্যাগ করেন উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাগণ। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, পরিকল্পনা দপ্তর প্রধান হাফিজুর রহমান, দুই অনুষদের ডিন, ছাত্র উপদেষ্টাসহ দুই হল প্রভোস্ট, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। ‘গ্রিন ক্যাম্পাস’ সভাপতি আশরাফ শুভ বলেন, ‘আমরা এই ভিত্তিপ্রস্তর স্থাপন মানি না। একতরফাভাবে এই সিদ্ধান্ত নিতে পারে না প্রশাসন। আমাদের প্রস্তাবনা অনুযায়ী পুকুর রক্ষা না হলে এই কাজ আমরা হতে দেব না।’ ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কমিটির সভাপতি হাসিব ইসলাম বলেন, ‘পরিবেশের কথা চিন্তা না করে পরিবেশবিরোধী এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেব না আমরা।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের উন্নয়ন প্রয়োজন। এ বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ খোলা হবে। সেজন্য আমাদের ভবন দরকার। গাছ রক্ষা পাবে, সেই সাথে পুকুরের বেশিরভাগ রেখেই কাজ করা হবে।’  
উল্লেখ্য, উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ১০ তলা একাডেমিক ভবন, অতিথি ভবন ও সাবস্টেশন ভবন নির্মাণ।