ইউল্যাবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ২৫ ও ২৬ অক্টোবর

Invitation_IJCCI_2019ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটির সম্মিলিত আয়োজনে ইউল্যাবে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল জয়েন্ট কনফারেন্স অন কম্পিউটেশনাল ইন্টিলিজেন্স-২০১৯ (আইজেসিসিআই)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধানমন্ডির ইউল্যাব মিলনায়তনে ২৫-২৬ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।  

সম্মেলনটির সহযোগিতায় থাকছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও আইসিটি বিভাগ। বাংলাদেশ ল্যাংগুয়েজ প্রসেসিং, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, ব্লক চেইন, চতুর্থ শিল্প বিপ্লব এবং মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন বিষয়ে এই সম্মেলনে প্যানেল আলোচনা হবে।

সম্মেলন সম্পর্কে আরও জানতে পারবেন এই ঠিকানায়- https://ijcci2019.ulab.edu.bd/