ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী র‍্যাগ ডে শুরু কাল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বাদশ ব্যাচের তিন দিনব্যাপী ‘র‍্যাগ ডে’ উৎসব আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে শুরু হবে। চলবে বৃহস্পতিবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবারের র‍্যাগ ডে উৎসবের নাম দেওয়া হয়েছে ‘বৃত্ত ১২।’

tangail-mbstu-20171210175344
আয়োজনে ইএসআরএম বিভাগের শিক্ষার্থী দেওয়ান মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসানকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

র‍্যাগ ডে উৎসবের আহ্বায়ক দেওয়ান মাহবুবুর রহমান জানান, তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন র‍্যাগ ডে উদ্বোধন করবেন।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফানুস উৎসব অনুষ্ঠিত হবে। বুধবার (২০ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটিকা, স্টেজ পারফরমেন্স, নৃত্য, গান পরিবেশন করবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে আনপ্লাগড মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এ উৎসবের প্রধান আকর্ষণ বুধবার সাংস্কৃতিক সন্ধ্যা এবং বৃহস্পতিবার অন্বেষণ, সিএনভি এবং নেমেসিস ব্যান্ডের কনসার্ট।

এদিকে, 'বৃত্ত ১২' র‍্যাগ ডে উপলক্ষে ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন আশেপাশের এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।