ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে নিয়োগ পেলেন ফাহিমা খাতুন

77002967_457076891858343_9144764828143845376_nইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে আগামী ৪ বছরের জন্য নিয়োগ পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ফাহিমা খাতুন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩৩(১) ধারা অনুযায়ী তিনি এ নিয়োগ পান। গতকাল (২৭ নভেম্বর, বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব সৈয়দ আলী রেজার স্বাক্ষরে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

অধ্যাপক ফাহিমা খাতুন কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধি দফতরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সরকারের শিক্ষানীতিসহ শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উল্লেখ্য, চলতি বছর মার্চ মাসে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া অনুমোদন লাভ করে। আগামী জানুয়ারি ২০২০ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে।