ইউল্যাবে চলছে তরুণ উদ্যোক্তা মেলা

Bisiness Fairইউল্যাব বিজনেস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্থায়ী ক্যাম্পাস মোহাম্মদপুরে চলছে তরুণ উদ্যোক্তা মেলা। ১০ ডিসেম্বর মঙ্গলবার তিন দিনব্যাপী এই বিশেষ মেলা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান। তিনি প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং তরুণ উদ্যোক্তা শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের অভিনন্দন জানান। 

শিক্ষার্থীদের মধ্যে কেউ শুরু করেছেন গার্মেন্টসের ব্যবসা, কেউবা চামড়ার জুতার, কেউ শুরু করেছেন বইয়ের ব্যবসা, আবার কেউ করেছেন ফাস্টফুডের ব্যবসা। প্রতিটি ব্যবসায় আধুনিকতার ছোঁয়া এনেছেন এই তরুণ উদ্যোক্তারা। কেউবা সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইনে বিক্রির উদ্যোগ নিয়েছেন।

শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং তা প্রসারে নিজেরাই কাজ করে যাচ্ছেন। ইউল্যাবের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী নূরা ফাতিমা জানান, এই আয়োজনের মাধ্যমে আমি আমার প্রোডাক্ট যেমন ডেভেলপ করতে পেরেছি সেই সাথে নতুন করে আরও অনেকেই আমার প্রোডাক্ট সম্পর্কে জানছে। তিনি এ ধরনের মেলাকে স্বাগত জানিয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মেলায় আগত শিক্ষার্থীরা মনে করেন প্রতি সেমিস্টারে এ ধরনের মেলার আয়োজন করলে তরুণ উদ্যোক্তা বৃদ্ধি পাবে।

এসময় ইউল্যাব স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক ও ইউল্যাব বিজনেস ক্লাবের উপদেষ্টা  নিয়াজ মোরশেদ পাটওয়ারিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।