ইউএনও রুহুল আমিন জানান,বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে। ওই শিক্ষক চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার বাইতুল ইমান মাদ্রাসার শিক্ষক।
ভুক্তভোগী ছাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ক্যাম্পাস থেকে শহরে যেতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে একটি বাসে আমরা কয়েকজন উঠি। ওই ব্যক্তি আমাদের পেছনের সিটে বসা ছিলেন। এরপর তিনি বেশ কয়েকবার সিটের নিচ দিয়ে আমার গায়ে স্পর্শ করেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন ‘মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি।’ এরপর বাসে থাকা অন্য শিক্ষার্থীরা তাকে নামিয়ে পুলিশে তুলে দেন।’’
প্রসঙ্গত, এর আগে ৮ ডিসেম্বর একই এলাকায় চবির এক ছাত্রী বাসে যৌন হয়রানির শিকার হন। পরে মানিক মিয়া (৩২) নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।