দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জন করল ডুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

IMGIMG_20191215_174915_311ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের অশালীন মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষককে বহিষ্কারের দাবিতে ক্লাশ পরীক্ষা বর্জন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির শহীদ আহসান উল্লাহ মাষ্টার অডিটোরিয়ামের সামনে দাবি আদায়ে শিক্ষার্থীরা অবস্থান নেন।

স্থাপত্য বিভাগের শিক্ষার্থী তাজিমুল ইসলাম জানান, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, উদ্ভূত সমস্যার সমাধানে শিক্ষার্থীদের কাছ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ক্লাস চলাকালীন সময়ে ডুয়েটের স্থাপত্য বিভাগের সহাকারী অধ্যাপক জোয়ারদার হাফিজ উল্লাহ ও ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ উঠে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অভিযুক্ত দুই শিক্ষককে অ্যাকাডেমিক সকল কার্যক্রম থেক বহিষ্কারসহ ৮ দফা দাবি নিয়ে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

এদিকে অভিযুক্ত শিক্ষকরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, শিক্ষার্থীরা ভিন্ন কোনও উদ্দেশ্য থেকে এই অভিযোগ এনেছে।