কোড অন্তর্ভুক্তির দাবি না মানলে আমরণ অনশনের হুঁশিয়ারি

18520007বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিজ বিভাগের কোড অন্তর্ভুক্তির দাবিতে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রির্সোস ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, জনসংখ্যা সমস্যার উত্তরণ এবং দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ১৯৯৬ সালে বিভাগটি প্রতিষ্ঠিত হয়। বিভাগ প্রতিষ্ঠার ২৪ বছরেও পিএসসিতে বিষয়কোড অন্তর্ভুক্ত হয়নি। বিষয়কোড না থাকায় আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছি। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বিভাগের শিক্ষার্থীদের বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষরযুক্ত দরখাস্ত নিয়ে পিএসসিতে প্রমাণ করতে হয় রাবিতে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নামের একটি বিভাগ আছে।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা জানান, কোড না থাকায় নন-ক্যাডার পদগুলোতে তালিকায় প্রথম হয়েও তারা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতরে চাকরি করতে পারে না। এছাড়া দেশের সবচেয়ে সহজলভ্য গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ থেকেও বঞ্চিত হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিষয়কোডের দাবি জানিয়ে আসছি। কিন্তু বিভাগের শিক্ষকরা বিষয়টি নিয়ে পিএসসিতে কথা বলে সমাধানের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। বিষয়কোড অন্তর্ভুক্তির দাবিতে গত ১৯ জানুয়ারি বিভাগের সকল ক্লাস-পরীক্ষা বর্জন করে আমরা আন্দোলন করে আসছি। বুধবার থেকে প্রশাসন ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবো। এরপরও কোন সমাধান না হলে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে আমরণ অমশন কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

জানতে চাইলে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল বলেন, বিষয়কোডের জন্য আমরা পিএসসিতে গিয়ে আবেদন করেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুপারিশসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য আমরা সেখানে জমা দিয়েছি। এ নিয়ে পিএসসি একটি কমিটিও গঠন করে। বিষয়টি যাচাই করতে ইউজিসি থেকে একটি টিমও বিশ্ববিদ্যালয়ে আসে। বিষয়টি একটি প্রক্রিয়াধীন ব্যাপার। একটি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সমাধান করা হবে। পরবর্তী বিসিএস পরীক্ষার সার্কুলারে বিষয়কোড অন্তর্ভুক্ত করা হবে বলে পিএসসি আমাদের আশ্বস্ত করেছে।

সংবাদ সম্মেলনে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এমএস সোহাগ হাসান, তরিকুল ইসলাম, কে এম বারকুল্লাহ, দিলরুবা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।