৯২ দল অংশ নিচ্ছে জাবি জাতীয় বিতর্ক উৎসবে

ju....photo (1)তফাৎ হোক শিরদাড়ায়’ প্রতিপাদ্যে আগামী ৩১ জানুয়ারি (শুক্রবার) আয়োজিত হতে যাচ্ছে  জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন কর্তৃক ‘ইভ্যালি-জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২০’।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠনের সভাপতি তাজরিন ইসলাম তন্বী।

সংবাদ সম্মেলনে বলা হয়, তিন ক্যাটাগরিতে বিতর্ক অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৫ তম জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয়, ৯ম জাতীয় আন্তঃস্কুল এবং ৯ম জাতীয় আন্তঃকলেজ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে ৯২ টি বিতর্ক দল অংশগ্রহণ করবে।

আগামী ৩১ জানুয়ারি আন্তঃকলেজ বিতর্ক দিয়ে শুরু হয়ে ৭ই ফেব্রুয়ারি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, ৮ ই ফেব্রুয়ারি আন্তঃস্কুল বিতর্ক এবং ১৫ই ফেব্রুয়ারি সকল পর্বের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

আয়োজনটির আহ্বায়ক হিসেবে থাকছেন জেইউডিওর সভাপতি তাজরীন ইসলাম তন্বী। আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কের কো-কনভেনার হিসেবে থাকছেন সাইমুম মৌসুমি বৃষ্টি, আন্তঃকলেজ বিতর্কের কো-কনভেনার হিসেবে থাকছেন ফারহান সাকিব এবং আন্তঃস্কুল বিতর্কেও কো-কনভেনার হিসেবে থাকছেন সাজিদ হাসান অভি।

এ আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে অনলাইন শপ ইভ্যালি এবং সহযোগিতায় আছে আজিনোমোতো গ্রুপ ও প্রকাশনা সংস্থা জয়কলি।

এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে থাকছে  বাংলা ট্রিবিউন, দৈনিক ইত্তেফাক, ডেইলি স্টার, চ্যানেল২৪ ও পিবিএন।