মুজিববর্ষ উপলক্ষে ইবিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সাহিত্য ও সাংস্কৃতিক’প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা বারোটায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের আইন অনুষদের সভা কক্ষে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

1581934848760_1
বিভাগের প্রভাষক শাহিদা আক্তারের সঞ্চালনায় প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়াও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক নাছির উদ্দিন আজহারী ও বিভাগের মুজিববর্ষ পালন উপ-কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. আরমিন খাতুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ,মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে কবিতা আবৃত্তি,দেশাত্ববোধক গান,তাৎক্ষণিক একক অভিনয় ও কুইজে অংশ নেয় বিভাগের শিক্ষার্থীরা। পরে একক অভিনয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বেলা চারটায় ফলাফল ঘোষণা করা হয়। এসময় মুজিববর্ষ উপলক্ষে পূর্বে অনুষ্ঠিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’শীর্ষক রচনা প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা যায়।