কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলছে ‘ফিন ফেস্ট’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শুরু হয়েছে  দুই দিনব্যাপী ফিন ফেস্ট। সোমবার সকালে বেলুন উড়িয়ে ও কেক কাটার মাধ্যমে এই ফেস্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

unnamed
উদ্বোধনের শুরুতে উপাচার্যের উপস্থিতিতে কেক কাটেন উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর জমকালো র‍্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ফেরদৌস জাহান, সহকারী অধ্যাপক এমদাদুল হক, সহকারী অধ্যাপক নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক সুতপা চৌধুরী, প্রভাষক ফাহাদ জিয়া, প্রভাষক আল আমিন, প্রভাষক মঞ্জুর হোসাইন ও প্রভাষক তমা সাহা।
দুদিনব্যাপী এই ফেস্টের আয়োজন করা হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে। উক্ত অনুষ্ঠানে সকাল ১০টা ৪৫ মিনিটে পিঠা উৎসব ও দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়াও থাকছে থিম সংয়ের পারফরম্যান্স, ফ্ল্যাশ মব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।