ইউল্যাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন করেছে। ২১ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

IMG_0256

ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা সৈনিক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক, উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অবঃ) ফয়জুল ইসলাম। 

IMG_0467

বিভিন্ন অনুষদের প্রধান ও শিক্ষকবৃন্দ, প্রশাসনিক অফিস, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ সময় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক এবং মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।