বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়া প্রভাফেরি ও কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

unnamed
ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর শিক্ষকবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশন, ছাত্রলীগ, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিজয় দিবস হল, স্বাধীনতা দিবস হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল, শেখ রাসেল হল, শেখ রেহানা হল, সকল বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের জয় চত্বর থেকে প্রভাতফেরির আয়োজন করা হয়। বাদ জুম্মা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদালয়ের সিনিয়র ইমাম আব্দুল্লাহ আল মামুন।