বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালিত

Barisal University PIc 22-02-20বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) দিবস ও ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা সোয়া ১১টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসেই শেষ হয়।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। উদ্বোধনী আয়োজনে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য সম্ভব সব কিছু করবে মঞ্জুরি কমিশন। সেসময় তিনি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ণ ও গবেষণা বাড়ানোর আহ্বান জানান। এক্ষেত্রে ইউজিসি সর্বাত্মক সহায়তা করবে বলেও জানিয়েছেন।

এদিকে অনুষ্ঠানের সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়কে গবেষণার জন্য উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এসময় তিনি নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।