জাবিতে চলচ্চিত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলচ্চিত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাংলা বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী শামসুজ্জোহা স্থিরকে সভাপতি ও একই ব্যাচের নাটক নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বর্ষা বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

১৯ সদস্য বিশিষ্ট এ কার্যকরী পর্ষদে সহ-সভাপতি অংশুমান রায়, সহ-সাধারণ সম্পাদক সুদীপ্ত দে এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন কায়েস মাহমুদ।
এছাড়া অর্থ সম্পাদক এম.এইচ.আই. সালেহীন, দপ্তর সম্পাদক আবিদা ফেরদৌসি স্বাতী, প্রচার ও প্রকাশনা সম্পাদক চূড়ান্ত সাহা, প্রযোজনা বিষয়ক সম্পাদক মহিউদ্দীন জামান, পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে থাকছেন এরফানুল ইসলাম ইফতু।

কার্যকরী সদস্য পদে রয়েছেন নাঈমুল আলম মিশু, মাহথির মুহাম্মদ, খান মুহাম্মদ রিফাত বিল্লাহ, মমিনুল ইসলাম, তাহসিন ইমতিয়াজ তৌসিফ, রেবেকা আহমেদ, সুমাইয়া সাবরিন, অর্ণব সিদ্দিকী ও আশফার রহমান নবীন।