ডুয়েট বন্ধ ঘোষণা

করোনা ভাইরাস রোধকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের আলোকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

images (6)

বিশ্ববিদ্যালয়টির জরুরি এক সভায় ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সেই সাথে ১৮ মার্চ বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার এবং অনতিবিলম্বে বাড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত পরীক্ষা ও ক্লাস আপাতত স্থগিত থাকবে এবং পরবর্তীতে পরীক্ষা ও ক্লাস শুরুর তারিখ যথাসময়ে অবহিত করা হবে।