খুবির রসায়ন বিজ্ঞান বিভাগের হ্যান্ড স্যানিটাইজার তৈরি

received_230829164711789খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রসায়নবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে স্বল্প পরিসরে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু উপযুক্ত বোতল বাজারে না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ প্রস্তত করা সম্ভব হচ্ছেনা।

বিভাগীয় প্রধান প্রফেসর ডা. হোসনে আরার তত্ত্বাবধানে চার শিক্ষকের একটি দল স্যানিটাইজার তৈরির কাজটি দেখছেন। এখন পর্যন্ত প্রায় পাঁচ লিটার স্যানিটাইজার প্রস্তুত করেছে। এগুলোর দাম ধরা হয়েছে ১০০ মি.লি. ১৫০ টাকা এবং ৬০ মি.লি. পঁচাত্তর টাকা। তবে প্রয়োজনে তারা আরও স্যানিটাইজার উৎপাদন করবে।

রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. হোসনে আরা বলেন, ‘বাজারের হ্যান্ড স্যানিটাইজারের চড়া মূল্য থাকায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এ কাজের উদ্যোগ নিয়েছি এবং উৎপাদন খরচেই এগুলো বিক্রয় করছি। আর্থিক এবং উৎপাদন স্বল্পতার কারণে প্রাথমিক ভাবে আমরা এগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীদের মাঝে সরবারহ করবো। তবে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা বা স্পন্সর পেলে আমরা বিনামূল্যেই এগুলো বিতরণ করতে পারবো।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফয়েক উজ্জামান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় সব সময় মানুষের পাশে থাকতে চায়। রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনের এ কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। সেজন্য এ কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে।’