চট্টগ্রাম শহরের চকবাজার, মুরাদপুর, জিইসি এলাকায় গরীব ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ৩০০ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেয়।
ফার্মেসি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, ‘করোনার সংক্রমণ থেকে রক্ষার প্রধান উপায় হচ্ছে সচেতনতা। আর সমাজের নিম্ন শ্রেণির কিংবা আর্থিকভাবে অসচ্ছল লোকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। সেকারণেই আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগ অব্যাহত থাকবে।’