প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিচ্ছে রাবি

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়প্রধানমন্ত্রীর তহবিলে অনুদানের দেওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে এখন সবাই বাড়িতে অবস্থান করছে। এ অবস্থায় অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যের জন্য প্রধানমন্ত্রী সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছে। দুর্যোগকালে আমরা বিশ্ববিদ্যালয়ের অর্থকমিটির সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ (বুধবার) জরুরি সিন্ডিকেট সভায় এটি পাশ হয়।’