অসহায়দের জন্য একদিনের বেতন দান করছেন ইবি শিক্ষকরা

 
 
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়বিশ্বব্যাপী হানা দিয়েছে করোনাভাইরাস। আমাদের দেশেও এই ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এতে খাদ্য সংকটে পড়ছে দিনমজুররা। তাদের অসহায়ত্বের কথা ভেবে একদিনের বেতন দান করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। শুক্রবার ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুবিধাবঞ্চিতদের অসহায়ত্বের কথা ভেবে ইবি শিক্ষক সমিতির কার্যকরী কমিটি দুঃস্থদের মাঝে দান করার লক্ষ্যে শিক্ষকদের একদিনের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেউ করোনায় আক্রান্ত হলে সভাপতি/সাধারণ সম্পাদককে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, 'আমরা সবাই ব্যক্তিগতভাবে নিজ নিজ পরিসরে দুস্থ ও অসহায়দের সহায়তা করে আসছি। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।’