দুস্থদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকরা

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় মানবিক সহায়তার জন্য একদিনের বেতনের সমপরিমাণ টাকার ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি৷ শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান বাংলা ট্রবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
অধ্যাপক আশরাফুল আলম খান বলেন, 'গত ২৬ মার্চ আমার একটি মিটিং করি। সেখানে করোনা পরিস্থিতিতে আমাদের করণীয় নিয়ে আলোচনা হয়। যার প্রেক্ষিতে মানবিক সহায়তায় শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার জন্য সমিতির পক্ষ থেকে বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকদের মাধ্যমে শিক্ষকদের কাছে চিঠি দেওয়া হয়েছে। শিক্ষকরা এতে পজিটিভ রেসপন্স করেছেন। প্রাথমিকভাবে আমরা এই টাকা বিশ্ববিদ্যালয় থেকে নেব। পরে তা আগামী চার মাসে প্রদেয় বেতন থেকে সমান কিস্তিতে কর্তন করা হবে।' তবে কোথায়, কীভাবে ত্রাণ দেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।