করোনায় আক্রান্ত রাবি শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাবরিনা আশা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দুই দফায় পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ আসায় গত বৃহস্পতিবার  তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। শুক্রবার (২২ মে) রাতে বাংলা ট্রিবিউনকে সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সাবরিনা নিজেই। এর আগে গত ১২ মে করোনা শনাক্তের পর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

সাবরিনা জানান, তার বাবার শরীরে করোনা শনাক্ত হওয়ার পর নিজ থেকেই করোনা টেস্ট করান। রিপোর্ট পজিটিভ আসলে ডাক্তারের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার স্বাস্থ্যের উন্নতি হলে পরে  দুই দফা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ আসে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকছেন। তবে তার বাবা শারীরিকভাবে সুস্থ হলেও টেস্ট নেগেটিভ না আসায় এখনও হাসপাতালে ভর্তি আছেন।

করোনা জয়ী এ শিক্ষার্থী মনে করেন, করোনাভাইরাস আক্রান্ত হলে ভয় না পেয়ে  ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে অল্প দিনেই সুস্থতা অর্জন করা সম্ভব। তিনি বলেন, ‘চিকিৎসা চলাকালে মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। প্রয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে নিজেকে গুটিয়ে ফেলতে হবে। করোনাভাইরাস সংক্রান্ত সকল প্রকার সংবাদ এড়িয়ে চলতে হবে। প্রচুর পরিমাণে ভিতামিন সি সমৃদ্ধ খাবার  খেতে হবে। তাহলে অল্প দিনে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলা করে সুস্থতা অর্জন করা সম্ভব।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘করোনায়  আক্রান্ত  শিক্ষার্থী সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আমরা তার সাথে যোগাযোগ রাখছি। পরবর্তীতে তার যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করব।’