ইউল্যাবে অনলাইন এডুকেশন শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ( ইউল্যাব) এর সিএসই বিভাগের উদ্যোগে ‘অনলাইন এডুকেশন ফর সিএসই/আইসিটি স্টুডেন্টস’ শিরোনামে এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়ে গেল। ওয়েবিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই-এর প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, বুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. কায়কোবাদ, রেজাউল করিম (ডিজি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও পিডি, এলআইসিটি প্রজেক্ট), বেসিসের সভাপতি জনাব সৈয়দ আলমাস কবির, টেকনোহ্যাভেন লিমিটেডের সিইও হাবিবুল্লাহ করিম ও যুক্তরাস্ট্রের নর্দান কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রাসিব খান।

ইউল্যাব
সভায় উদ্বোধনী বক্তব্যে ইউল্যাবের স্কুল অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. আব্দুল মোত্তালিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার গুরুত্বের উপর আলোকপাত করেন। প্রফেসর জাফর ইকবাল শিক্ষার্থীদের বর্তমান কারিগরি সমস্যার কথা তুলে ধরেন। রেজাউল করিম শিক্ষার্থীদের এই দুর্যোগে নিজেদের দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন। বেসিসের সভাপতি তথ্য প্রযুক্তি খাতে করোনা পরবর্তী সময়ে সৃষ্ট নতুন চাকরির সুযোগের উপর আলোকপাত করেন। উন্নত বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইন শিক্ষা পরিচালনার পদ্ধতির উপর আলোকপাত করেন ড. রাসিব খান। হাবিবুল্লাহ করিম কারিগরি সমস্যা সমাধানে সরকার ও মোবাইল অপারেটরদের শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। প্রফেসর কায়কোবাদ অনলাইন শিক্ষায় শিক্ষার্থীদের মনোযোগ দেওয়া এবং এই মাধ্যম সম্পর্কে ইতিবাচক মনোভাবের আহ্বান জানান। প্রশ্নোত্তর পর্ব শেষে দেশ-বিদেশের উপস্থিত শ্রোতাদের বিশেষ ধন্যবাদ জানিয়ে ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করেন প্রফেসর মোত্তালিব।