‘অন্যরকম ঈদ’ আয়োজন ইউল্যাবের

1ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ‘অন্যরকম ঈদ’ শিরোনামে অনলাইনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করে। গত ২৫ মে ঈদের দিন সকালে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) ইউল্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের এই ভিন্নরকম আয়োজনে ইউল্যাব সংস্কৃতি সংসদ, ইউল্যাবের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা সংগীত পরিবেশন করেন এবং সবাই ঈদ পালনের অভিজ্ঞতা বিনিময় করেন।
করোনাভাইরাস সংক্রমণের ফলে ঘরে বসেই সামনাসামনি অনুষ্ঠান দেখার কিছুটা আমেজ ঈদের দিনটিকে ঘিরে ভিন্ন মাত্রা এনে দেয়। সবাই ঘরে বসে পরিবার-পরিজন নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেন এবং উপভোগ করেন।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপাচার্য বলেন ‘এই মহামারি সারাবিশ্বের জন্য যেমন হুমকি, তেমনি আমাদেরও নতুনভাবে অনেক কিছু ভাবতে শিখিয়েছে, খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দ্বার। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, মোকাবিলা করতে হবে সব চ্যালেঞ্জ।’
অনুষ্ঠান পরিচালনা করেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান এবং সঞ্চালনা করেন ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ও ক্যারিয়ার সার্ভিসেস অফিসের পরিচালক ও ইউল্যাব স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক দিলারা আফরোজ খান রুপা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউল্যাব এর উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা, রেজিস্ট্রার লে. কর্নেল ফয়জুল ইসলাম (অব.) প্রমুখ।