চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘ভার্চুয়াল ওপেন ডে’

চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) শুরু হয়েছে ‘ভার্চুয়াল ওপেন ডে।’ সকাল ১০টা থেকে ভার্চুয়াল ওপেন ডে’র ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২০২০ সালের সামার সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আগামী ১১ জুন পর্যন্ত অনলাইনে এই কার্যক্রমের আয়োজন করেছে সিআইইউ কর্তৃপক্ষ। সরাসরি ভর্তি হওয়া ছাড়াও যেকোনো শিক্ষার্থী বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবেন।

CIU PHOTO
ভার্চুয়াল ওপেন ডে’র আওতায় শিক্ষার্থীরা পাবে স্পট অ্যাডমিশন, স্কলারশিপ, ক্যারিয়ার আড্ডা, যৌথ শিক্ষা কার্যক্রমের তথ্যসহ নানা সুবিধা।
সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘করোনার এই সময়ে শিক্ষার্থীদের পড়ালেখা পিছিয়ে যাবে তা কখনই কাম্য নয়। তাই সিআইইউ এই ধরনের ভার্চুয়াল ওপেন ডে’র আয়োজন করেছে।’