নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মেডিক্যাল সেন্টারের মাধ্যমে জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। নোয়াখালীতে অবস্থানরত নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এই সার্ভিস চালু করা হয়। মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

FB_IMG_1592289198854
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালীতে অবস্থানরত নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য নোবিপ্রবির মেডিক্যাল সেন্টারের মাধ্যমে জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। নোবিপ্রবি প্রশাসনের অনুমোদনক্রমে এই সার্ভিস চালু করা হয়। জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
করোনাকালীন জরুরি স্বাস্থ্যসেবা ও যেকোনো পরামর্শের জন্য মেডিক্যাল সেন্টারের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে সেবা নেওয়া যাবে এবং সরাসরি অ্যাম্বুলেন্স সেবার জন্য ০১৬৪৭৪৭৩৪৭০ এই নম্বরে যোগাযোগ করতে হবে।