ইবি বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনে চলতি মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। আজ (১৬ জুন) দুপুর ১টার দিকে কর্মসূচির উদ্বোধনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলীমুজ্জামান টুটুল, উপ-রেজিস্ট্রার (এস্টেট) সাইফুল আলমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

2

এ কর্মসূচির আওতায় ভেষজ উদ্ভিদ যেমন নিম, নিসিন্দা, বহেরা, হরিতকি, বাসক, ছাতিম, কালোমেঘ, অশোক ইত্যাদি; ফলজ উদ্ভিদ যেমন শরীফা, জয়তুন, মাল্টা, আপেল-কুল, ড্রাগন ফল, চেরি, বেদানা, নাশপাতি, কালো আঙুর, পিচফল ইত্যাদি; মসলা জাতীয় উদ্ভিদ যেমন গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা; ফুলের গাছ যেমন পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচাঁপা, কামিনীসহ বিভিন্ন ধরনের উদ্ভিদের চারা ও বীজ পুরো মৌসুমজুড়ে লাগানো হবে। গত বছর ৩ আগস্ট বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন করা হয়।