অনলাইন ক্লাস শুরু করেছে সিআইইউ

গতকাল রবিবার (৬ জুন) চিটাগং ইন্ডিপন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) নিজস্ব সফটওয়ার কোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন সিস্টেম (সিমস) ও গুগল মিটের মাধ্যমে নতুন সেমিস্টারের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস করেছে কর্তৃপক্ষ।

CIU PHOTO ONLINE-5.7.2020
গতকাল সকালে সিআইইউর বিভিন্ন স্কুলের শিক্ষকদের কক্ষে ঢুকে দেখা যায়, শিক্ষার্থীরা না থাকলেও শিক্ষকরা পুরোদমে ক্লাস নিচ্ছেন।
সাইদুল নামের বিজনেস স্কুলের একজন শিক্ষার্থী বলেন, ‘আমি এই মুহূর্তে নিরাপদে থাকার জন্য কক্সবাজার চলে এসেছি। এখান থেকে অনলাইনে ক্লাসে যোগ দিচ্ছি। ভালোই লাগছে। নতুন অভিজ্ঞতা।’
স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, ‘নতুন শিক্ষার্থীদের ক্লাস করার আগ্রহ দেখে খুবই ভালো লাগছে। আশা করছি তারা এই আগ্রহ ধরে রেখে নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যাবে।’
সামার সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সিআইইউ’র উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘তারুণ্য মানেই নতুন কিছু। শিক্ষার্থীরা আবারও প্রমাণ করলো তারা শিক্ষার আলোয় আলোকিত করতে চায় পুরো বিশ্ব।