বিশ্ব র‍্যাংকিংয়ে শীর্ষ পঞ্চাশে স্থান পাওয়ায় ইউল্যাবে আনন্দোৎসব

ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র‍্যাংকিং-এ বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সম্প্রতি জায়গা করে নিয়েছে। উদ্ভাবনী ও সৃজনশীলতার জন্য ইউল্যাবের এই অর্জন শুধু ইউল্যাবের জন্য সুনাম বয়ে আনেনি, সুনাম বয়ে এনেছে এদেশের জন্য।

ইউল্যাব
এই আনন্দ ভাগাভাগি করতে ইউল্যাব আয়োজন করছে এক অন্যরকম আনন্দোৎসব। আগামীকাল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে ইউল্যাব ‘সৃজনশীলতায় বিশ্ব র‍্যাংকিংয়ে শীর্ষ পঞ্চাশে স্থান পাওয়ায় ইউল্যাবের আনন্দ আয়োজন’ শীর্ষক এই অনুষ্ঠান করতে যাচ্ছে। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।