ইউল্যাবে জাতীয় শোক দিবস পালিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) যথাযোগ্য মর্যাদায় পালন করেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে ১৬ আগস্ট সন্ধ্যায় অনলাইনে বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

National Mourning Day (1)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি বলেন, এক বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলো আপনার সবচেয়ে বড় শক্তি কী। জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন, আমি আমার দেশের জনগণকে ভালোবাসি। তিনি বঙ্গবন্ধুকে আবার প্রশ্ন করেছিলেন, আপনার সবচেয়ে বড় দুর্বলতা কী? বঙ্গবন্ধু একই উত্তর দিয়েছিলেন।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম ১৫ আগস্টে কী হয়েছিল সেই ইতিহাস জানার প্রতি সবাইকে তাগিদ দেন।
অনুষ্ঠানের শুরুতে  স্বাগত বক্তব্য প্রদান করেন ইউল্যাবের উপচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসলেই বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারবে। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পেরেছি, আজকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পেরেছি, আজ আমাদের একটা পরিচয় আছে যা নিয়ে আমরা গর্ব বোধ করি।
ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্ট্রিজ-এর ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা যারা করেছিলো তাদের উদ্দেশ্য হয়তো ছিলো বঙ্গবন্ধুর আদর্শকেও হত্যা করা। কিন্তু সেই কাজে তারা সফল হয়নি, হতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শকে পুনরুদ্ধার এবং সেটাকে বাস্তবায়নের মূল কাজটাই করেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর কবিতা আবৃত্তি করেন। 

National Mourning Day (28)
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠান আয়োজন করে ইউল্যাব। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে অনলাইনে এক বিশেষ দোয়ার আয়োজন করে ইউল্যাব। দোয়া শেষে জাতির জনক বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র ‘বিজয়ের মহানায়ক’ প্রদর্শন করা হয়। ইউল্যাবের উপচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক-এর সূচনা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউল্যাবের রেজিস্ট্রার লেঃ কর্নেল (অবঃ) ফয়জুল ইসলাম।  
‘ইউল্যাব ১৯৭১ ইতিহাস ক্লাব’ ১৩ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে শেখ মুজিব: অ্যা মিরর অব হিস্ট্রি’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভার আয়োজন করে। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও সাংবাদিক আফসান চৌধুরী।
আফসান চৌধুরী তার আলোচনায় বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুই তৎকালীন নেতাদের মধ্যে এমন একজন যে এদেশের গ্রামীণ সমাজ ও মানুষকে বুঝতে পেরেছিলেন। তিনি ছিলেন সত্যিকার অর্থে জনমানুষের নেতা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, সংগ্রাম ও কর্ম নিয়ে চর্চা বাড়ানোর দিকে আমাদের আরও বেশি মনোযোগী হতে হবে। স্বাগত বক্তব্য রাখেন জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান। তিনি শিক্ষার্থীদের দেশের জন্ম-ইতিহাস জানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুধাবন করার দিকে অধিকতর মনোযোগী হতে গুরুত্বারোপ করেন।
ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস আমিনা আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজাসহ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তাগণ অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন।