আইন কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহ আলম আর নেই

বাংলাদেশ আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহ আলম ইন্তেকাল করেছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি।  

অধ্যাপক ড. শাহ আলম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম আবু নোমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক শাহ আলম। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সর্বশেষ স্ট্রোক করে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন।’

আইনের খ্যাতিমান অধ্যাপক শাহ আলম ১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রতিষ্ঠাকালীন ডিন ও বিভাগের সভাপতি ছিলেন তিনি। ১৯৯৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। পরবর্তীতে ১৯৯৯ সালে ডেপুটেশনে তাকে আইন কমিশনে নিয়ে যায় সরকার। ২০০৯ সালে দ্বিতীয় দফায় আইন কমিশনের সদস্য হন তিনি। ২০১০ সালে আইন কমিশনের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি আব্দুর রশিদ পদত্যাগ করলে অধ্যাপক ড. শাহ আলম ২০১৩ সাল পর্যন্ত কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। চবিতে যোগদানের পূর্বে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ছিলেন। 

আইন অঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্র রাশিয়ার ‘মস্কো পিপল’স ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয়’ থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে  আন্তর্জাতিক আইনের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ‘সমকালীন আন্তর্জাতিক আইন’, ‘বাংলাদেশে আইন সংস্কার ও আইন কমিশন’, ‘সাংবিধানিক আইন’ ও ‘মানবাধিকার আইন’ শীর্ষক চারটি বই রচনা করেন। এছাড়াও বিভিন্ন দেশি-বিদেশি জার্নালে তার গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে। তিনি বহুবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল’ জার্নালের সম্পাদনা করেন।

অধ্যাপক ড. শাহ আলমকে বাংলাদেশে ল’ ক্লিনিক প্রতিষ্ঠাতাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন হিসেবে গণ্য করা হয়। চবিতেও ল’ ক্লিনিক প্রতিষ্ঠা করেন তিনি।