বন্যার্তদের পাশে ইবির সংগঠন ‘বুনন’

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার, রমজাননগর ইউনিয়নের গোলাখালী গ্রাম। বন্যায় গ্রামবাসীদের জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। এ খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’ অর্ধ শতাধিক পরিবারের জন্য ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যায়। শনিবার দুপুরে অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করে তারা। এই সময় উপস্থিত ছিলেন  বুননের সদস্য ইব্রাহিম খলিল, আর.আই রবিসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

received_357564831942849

ত্রাণ পেয়ে বৃদ্ধা ছফুরা বিবি আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘বাবা তোমরা তো আইসা অনেক ভালা হইলো। এই হানে আমাগে  ৮৮ পরিবারের জন্যি নেই কোনও আশ্রয়ের জায়গা। আমাগো মাথা গোঁজার ঠাই নাই।’  স্থানীয় মানুষের দাবি, একটি সাইক্লোন সেন্টার এবং স্কুল যেন এখানে প্রতিষ্ঠা করা হয়।

বুননের সাধারণ সম্পাদক সাগর আলী বলেন, প্রতিবারের মতো আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে বন্যার্ত ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। করোনার জন্য এবার বড় পরিসরে করা সম্ভবপর হয়নি। আশা করছি সরকার ও সমাজের বিত্তবান মানুষ এসকল অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

উল্লেখ্য, বুনন ২০১৬ সালে প্রতিষ্ঠিত শিল্প সংশ্লিষ্ট সৃজনশীল স্বেচ্ছাসেবী সংগঠন।