মুজিববর্ষ উপলক্ষে শাবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ ও ভেষজ চারা রোপণ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

Sust BSL Tree plantation
বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক সজিবুর রহমান, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সদস্য আশরাফ কামাল আরিফ, আব্দুল্লাহ আল রোমান ও মাজেদুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ ও আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, অ্যাপ্লায়েড সায়েন্সেসে অ্যান্ড টেকনোলজি অনুষদের সভাপতি সাদ্দাম হোসেন লিখন, ফিজিকাল সাইন্স অনুষদের যুগ্ম আহ্বায়ক আনাস তাসফিক,  পলিটিক্যাল স্টাডিজ বিভাগ ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন আহমেদসহ আরও অনেকে।
কর্মসূচি শেষে শাবিপ্রবি ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে আমরা শাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ করেছি। পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর কোনও বিকল্প নেই।’