পরীক্ষায় অসদুপায় অবলম্বন, জবির ১৮ শিক্ষার্থীকে শাস্তি

বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় এনেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ‘শৃঙ্খলা কমিটি’র ৫৩তম সভায় বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ১৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামালকে বলেন, কিছু শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে, কিছু শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে। জরিমানা নামমাত্র করা হয়েছে, কারণ করোনার জন্য শিক্ষার্থীরা এমনিতেই সমস্যায় আছে, তাই তারা যাতে নামমাত্র জরিমানা দিয়ে সেমিস্টার ড্রপ থেকে বাঁচতে পারে।