ঢাবি শিক্ষক মোর্শেদ হাসানকে পুনর্বহালের দাবি ছাত্রদলের

1ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল এবং পুনর্বহালের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল৷ রবিবার (২০সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে ওই দাবিতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়৷
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে মোর্শেদ হাসান খানকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল এবং তাঁকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান৷
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে পত্রিকায় নিবন্ধ প্রকাশ করার অভিযোগে বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে (৯ সেপ্টেম্বর) চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট৷
ছাত্রদলের বক্তারা বলেন, নৈতিক স্খলনজনিত অপরাধ, অদক্ষতা এবং চাকরিবিধি পরিপন্থী কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি প্রদান করা যায়৷। কিন্তু অধ্যাপক ড. মোর্শেদ হাসান উপর্যুক্ত কোনও অভিযোগে অভিযুক্ত নন। অনতিবিলম্বে তারা অব্যাহতির সিদ্ধান্ত বাতিল করে পুনর্বহালের দাবি জানান৷
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ- সভাপতি জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজসহ আরও অনেকে।