সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান নোবেলের জন্য মনোনীত অধ্যাপক ড. রুহুল আবিদের

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সেমিনারে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নোবেল পুরস্কারের জন্য মনোনীত অধ্যাপক ড. রুহুল আবিদ। 

অধ্যাপক ড. রুহুল আবিদ

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির বাংলাদেশি-আমেরিকান অধ্যাপক ড. রুহুল আবিদ জাতিসংঘের টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশের সবাই যেন স্বাস্থ্যসেবা পায়, সেদিকে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ আয়োজিত একটি অনলাইন সেমিনারে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। ড. রুহুল আবিদ এবং তার প্রতিষ্ঠান ‘হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল’ এ বছর নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। সেমিনারে ড. আবিদ ‘স্বল্প ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি কোভিড-১৯ তথা করোনা পরিস্থিতি মোকাবিলা এবং জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন। 

EWU-Webinar A part of Participants

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, আবদুল মুক্তাদির, এবং ফার্মাসিস্ট ও সাংবাদিক সুভাষ সিংহ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারপার্সন, অধ্যাপক ড. চৌধুরী ফয়েজ হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।