ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে ছাত্রলীগ কর্মীদের অবস্থান

3ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিসহ দুই দাবিতে অবস্থানে বসেছেন ছাত্রলীগের ছয় নেতাকর্মী। সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানে বসে তারা। তাদের দুই দাবি হলো ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যকর।
অবস্থানকারী ওই ছয় ছাত্রলীগ কর্মী হলেন কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হল ছাত্র সংসদের সাবেক জিএস ইমাম হাসান, বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী শাকিবুল ইসলাম, লিমন সিকদার, মুহসীন হল ছাত্রলীগের কর্মী সোয়েব আহাম্মেদ সাজিব, মেহেদী হাসান, এস এম হল ছাত্রলীগের কর্মী মাসুম বিল্লাহ। অবস্থানকারীরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
জানতে চাইলে কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দুই দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা টানা অবস্থান করবো। এর জন্য আমরা সময় বেঁধে দেবো। এর মধ্যে যদি দাবি আদায়ের বিষয়ে কোনও আশ্বাস না পাই, তাহলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।’