উচ্চশিক্ষা ও গবেষণা বৃদ্ধিতে শাবিতে ভারতের সহকারী হাইকমিশনার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ও সিলেট অফিসের প্রধান নীরাজ কুমার জায়সওয়াল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

DSC_0120
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপাচার্যের অফিস কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ভারতের সহকারী হাইকমিশনার পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে কীভাবে আরও বেশি সহযোগিতা বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন উপাচার্য। এছাড়া অতিথিবৃন্দ টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং কৃষিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।
এসময় ভারতীয় হাইকমিশনের সিলেট অফিসের দ্বিতীয় সচিব টি. জি. রমেশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।