উন্নয়ন ফি প্রত্যাহারের দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি

1উন্নয়ন ফি প্রত্যাহার ও এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তিন দফা আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে আছে, চলতি শিক্ষাবর্ষে উন্নয়ন ফি সম্পূর্ণ প্রত্যাহার করা; উন্নয়ন ফি গ্রহণ সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা এবং নীতিমালা প্রণয়নের পূর্ব পর্যন্ত আগামী বছর থেকে উন্নয়ন ফি ৫০ ভাগ কমিয়ে আনা।
স্মারকলিপিতে বলা হয়, করোনার কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গত ১৭ মার্চ থেকে বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয় । দীর্ঘ এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আর্থিক, চিকিৎসাজনিত ও অনলাইন ক্লাস সংক্রান্ত সমস্যায় দিনাতিপাত করছে। করোনাকালীন সময়ে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সহ-পাঠ্য কার্যক্রম পরিচালনা সম্ভব না হওয়ায় এ বছর উন্নয়ন ফি গ্রহণ কোনওভাবেই যৌক্তিক নয়।