জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল উদ্বোধন

উদ্বোধন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম আবাসিক হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল।’ এর মধ্য দিয়ে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে নতুন অধ্যায়ে প্রবেশ করলো জবি। মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল ৯.৩০এ হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান।

20201020_180159
হল উদ্বোধন শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘শতভাগ অনাবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে অন্যান্য সকল সমস্যা অতিক্রিম করেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমসাময়িক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে যাচ্ছে। আজ বিশ্ববিদ্যালয়ের প্রথম হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন হলো। করোনা মহামারির পরেই ছাত্রীরা হলে উঠতে পারবে। অবকাঠামোগত যে সংকট রয়েছে নতুন ক্যাম্পাস স্থাপনের মাধ্যমে সেটিও নিরসন হবে।’
হল উদ্বোধনের সময় উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস. এম. আনোয়ারা বেগম, জবি প্রেসক্লাবের সভাপতি জাহিদ সাদেক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।